Bangla new kobita 2020 - sopno romony - usuf islam - bangla kobita - ( স্বপ্নলেখা পদ্যকাব্য - ইউসুফ ইসলাম ) 2020 - valobasar kobita - Premer kobita .
" স্বপ্ন-রমনী "
" ইউসুফ ইসলাম "
" ইউসুফ ইসলাম "
.
মনের অজান্তেই মনে পড়ে তোমায়
শুধুই তব চেতনায়, হেয়ো হয়ে আড়-পরে যায়
পৃথিবীর যতো ভাবনা সবি মাটিতে মিসে যায়
তব-কথা-তব-ভাবনায় দিলে দ্বীনে সাড়া দেয়
যতো ভুল-অন্যায় দৃষ্টি-গোচর হয় সবি ,
বিনয়ের সনে চলিতে সরল পথে উৎসাহ পাই মন ভরি
কি করে, কেমনে বলো ভুলিব তোমারে ?
এ মনের অজান্তেই মনে রহো মিসে।
তোমাকে শুধুই তুমি বলি কবিতার ভাষায়
আপনি হীনা কভু ডাকিনি তোমায় স্বপনের মাঝেও
অধির সম্মান করি ভালবাসি বলে
যদিও তোমায় দেখিনি কভু সম্মুখে ! তাতে কি হবে ?
অন্তকরণে চিনেছি তোমারে , তোমার অগোচরে
বিমুগ্ধ হইনু আমি তব-অন্দর রূপমোহনাতে ।
তাতে কি আসে যায় যদি নাইবা হও তুমি দৃষ্টিনন্দিত
আমি চাহিনে তোমায় বাহির হতে কোনো ভাবে
অন্তকরণে খুজি তোমায় অন্দর হতে অন্দরে।
যতোবার এসেছ কাছে আপন হয় আপনা বেসে
যদিও প্রথম হতেই রাখলে লুকায়ে নিজেকেই নিজে
তাও তো শুধুই শুন্য সজ্জা মিথ্যে স্বপন হয়ে।
জানিনে কি আছে...? তবে প্রভুর দ্বারে এ মিনতি শুরু হতেই
যেন সেই স্বপ্ন-রমনী স্বপন ভেঙ্গে বাস্তবে মিলে
দুজনাতে এক সাথে দুপাড়ের দুর-প্রন্তর পেরতে পারি
চোখ বুজে চোখ মেলে পাড়ি জমাতে পারি শান্তনদী কুলে।
( স্বপ্নলেখা পদ্যকাব্য গ্রন্থ )
শেষের লাইন গুলা,,, দারুন��������
This comment has been removed by the author.