New Bangla kobita 2020 - protikkha prohor - usuf islam - bangla new kobita 2020 - sopno lekha paddo kabbo grontho - Bangla kobita - birher kobita .

New Bangla kobita 2020

                          " প্রতিক্ষার প্রহর "
                         " ইউসুফ ইসলাম "


  আজ কদিন পর কথোপকথন হলো তব সনে
  সালামের জবাব দিলে
  এ-মনের অজান্তেই মন চলোচঞ্চল হয়ে উঠে
  হয়তো অধির প্রতিক্ষার প্রহর গুনি বলে অজান্তার লাগি
  কতো জনার ভীড়ে কতো জনে ঘিরে খুজে ফিরি তারে
  আর ভুল বসে ভাবি এই বুঝি সেই তুমি
  যখন কেহ আপনা বেসে আপন সুরে ডাকে
  তায় মনের অজান্তেই মন চলোচঞ্চল হয়ে উঠে ।
  কেমনে, কি দিয়ে, কোথা হতে করিব শুরু?
  তা পাইনে খুজি ভাষা লিখতে বসি তব-কথা
  প্রিয়ো বলে ডাকিবা কেমন করি, আজো পাইনি তো কোনো সাড়া?
  কভু দেখিনি যে তোমায়, শুনিনিত তব-কোনো-কথা
  আর অমনি করি তুমি বলিলে বসি লিখতে কিছু কথা।
  তুমি কি জানো? হুমায়রা পুস্পের কুড়ি লুকায়িত ফুল অমুল্যের মুল
  রহিবে তথা অমনি করি থাকিবে যথা আপন আলো আপনি ঢাকি।
  জানি হাকিবে ভ্রমর তায় গুনগুন করি
  বলি সদ্যফোটা ফুলের সুখ নাও লোভী, এ-সবি ছল চাতুরী
  তব সৌরব-গৌরব হরণেরও লাগি! তুমি জানো না ক
  কিন্তু এটাই ত সত্যি, যদি রাহিবার পারো ধরি তোমারেই তুমি
  তবে জেনে রেখো আজ তুমি, প্রতিক্ষায় আছে তব তুল্য কেহ তব-লাগি।

       ( স্বপ্নলেখা পদ্যকাব্য গ্রন্থ )
 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url