sobvota - usuf islam - bangla new kobita 2018 - ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) - বাংলা নিউ কবিতা - সভ্যতা - ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) ২০১৮ সাল।
" সভ্যতা "
" ইউসুফ ইসলাম "
" ইউসুফ ইসলাম "
আজ সভ্যতার ভীড়ে সোভ্য - সভ্যতা
হারিয়ে গেছে কুল হীন সাগরের মোহোনায়
স্বপ্নের দ্বার খুলে ডাকছে তায় অসুভ - সভ্যতা
তারি তরে মোরা গিয়েছি ভুলে সোভ্য - সভ্যতা কি ?
কুল-জাতি-প্রথা ভেদাভেদ নাহি করি হেথা
নাহি বলি কভু মর্যাদা কি অধিকার হীন নারি
যেথায় প্রতিপালক নিজেই করেছে বিধান
কানুনে সমধিকার কি মর্যাদা।
তারি তরে ভাই হিরে মানিক তো মূল্য হীন নয়
যাহার ফলে ফেলে রাখিবেনা কেহ খোলা মাঠে
আর না বোঝারি কি আছে গাছের ফুল
হাতে নিলে তাহার মূল্য কতক্ষণি বা থাকে।
পাকা ফল ছিলে কে রাখিবে না ঢেকে ?
আজ শুধুই অসত্য সাধনে মত্ত রইনু সবে অসুভ কালের গর্ভে
তারি তরে সভ্যতার ভীরে যাচ্ছে তলিয়ে
আজ সত্য বাহি - সুন্দর নিতি - ঐতিজ্যের তরি।
( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )