Bangla kobita 2019 - protisruti - usuf islam - bangla new kobita 2019 - ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) 2020 . বাংলা নিউ কবিতা , " প্রতিস্রুতি " ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) ২০২০।

                           



  
                             " প্রতিস্রুতি "
                         " ইউসুফ ইসলাম "


আমি আসব আবার ফিরে             
                  ঝড়ো হুংকার বয়ে বজ্রের গতিতে
তোমাদের মাঝে বিসাদের এই জনপদে
                মুছছে দিতে দুঃখ ব্যথার কায়া
ভেঙ্গে দিতে আছে যত সব বন্দশালা
               খুলে দিতে সব শুভ্রপথের রুদ্ধ দ্বার।
সৈনিক বেশে ফিরে আসব আবার 
                কাধে বয়ে ন্যায়ের তরে বিদ্রোহী মনবল
জাগ্রত করতে তব বয়ে পরা মগজ
                 অনন্যায়ের বিরুদ্ধে লোরবার 
কিসের এত দুঃখ - ভয় তোমার
                  সারক্ষণ বসে বসে ভাবছ ,
নিরবে নিভৃতে চাপা কান্নায়
                  সইবে কতো আর অত্যাচার
পৃথিবীতে বলো বাচবে কদিন
                  সময়টা তো বড়ই অল্প
আর নয় জ্বরতা মজলুম জনতা
                 রুখে দাড়াতে হবে এবার।
আজো দিনমজুর অনাহারে অনাদরে
              
                চুপিসারে অস্রু জ্বলে  কাটায় দিন
কৃষাণের উলনে চরে নাকো হারি
               অথচ তাদের মুঠিতলে সোনার ফসলে
প্রতিপালক ভরে তোলে এ ধরাতল
                অথচ তাহার শিশু খাদ্য বস্রহীন
আবার কেহ মনহরিসে মাংস দিয়ে
              কুকুর পোসে দিনের পর দিন ,
অনন্তর আমি আসব আবার ফিরে
              তোমাদের হতে দুঃখ - কষ্ট ফেরি করে নিতে।
কখনো তোমার চিন্তা চেতনার মাঝে
             বিবেগের রুপে মনবল দিয়ে দাড়াব তোমার সম্মুখে
আমি আসব আবার ফিরে তোমাদের মাঝে।
              
               
               ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )         
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url