Bangla kobita 2019 - ak prem kahini - usuf islam - bangla new kobita 2019 - ( প্রেমানল কবিতা গুচ্ছ ) . বাংলা নিউ কবিতা , " এক প্রেম কাহিনী " ( প্রেমানল কবিতা গুচ্ছ ) ২০১৯ সাল।
" ইউসুফ ইসলাম "
মন আমার রড়ই ভোলা
ঘুরে ঘুরে পেরোয় বেলা
আলেয়ার আলোর ছলে
মত্ত হয়ে ভাবিছিনু এই বুঝি তুমি
তজ্জন্যে হারাইণু আমি ধন ভরা তরি
রুপের মোহে অন্ধ হয়ে যানতে চাইনি কে তুমি
তাই তো আজ নিজ দোসে দোসি।
এখন শুধুই আমার আমি
রাখেনি নিতে আর কিছু বাকি
করেছে আমায় শুন্য হাতে সাহারার মরুচারি।
অনন্তর দুই চোখে দুই নদী চলেছি বয়ে
পথ হারা পথিক আমি দিসে হারা মন
অপুরণ অবহ্যালায় দুঃখের জ্বলে ভাষছে অনবরত
অতঃপর বুঝে আসিল মন
মিথ্যে আঘাতের দাবানলে
পুরে হৃদয় অঙ্গারিত কি করে হয়
হতেই পারে সে এক পলকের মিছে স্বপ্ন ছিল
ছিলোনা আমার পবিত্র ভালবাসার তুল্য
হয়তো এ পবিত্র ভালবাসার
প্রতিক্ষায় আছে কেহ ।
পরিশেষে মনাকাশে জমা কালো মেঘ
প্রায় গিয়েছে সরে এখন মনটা বেস ভালো।
অনন্তর পেরিয়ে গেল বছর তিন কি চার
চলছে এখন শীতকাল দিনটি বোধয় শুক্রবার
এমন কালে পুকুরে নহে নদীজলে
দলবল বাধি নাহিবার লাগি
কাছাকাছি নদী সেথায় যাই ছুটি
নদী কুলে নাহিতে ছিল বুঝি
এক ডানা কাটা পরি
এক ডানা কাটা পরি
অপলোক চোখে দেখিলাম তারে
তবু সাধ নাহি মিটে
অতিসত্বর শিউরে উঠিল মন
উপচে পরা লজ্জায় অবনত হলো দুনয়ন
সেদিন হতে তাহারে ভুলিতে নাহি পারি
সে তো মনের কুঠির নিয়েছে দখল করি।
তবে এই কি সেই হোতেও পারে
যাহার খোজে আমি হারাইনু সবি।
তোকদিরে বড় বেশি বিশ্বাষি
তজ্জন্যে শুধু তাহারেই খুজিতেছি
যে কিনা হবে মোর সঙ্গী।
( প্রমানল কবিতা গুচ্ছ )