সুখ - ইউসুফ ইসলাম - bangla new kobita 2018 - ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) - বাংলা নিউ কোবিতা ২০১৮ সাল - bangla kobita। বাংলা কবিতা।
হায় সুখ তুমি কী ? বড় জানতে ইচ্ছে করে
কোথায় থাকো তুমি কোন প্রান্তরে
তব দেখা পাবো কি কভু এ জনমে ,
তব লাগি প্রানি কুল সবি
বক্ষ ফাটি করে আহাজারি
তবু দেখা নাহি মিলে কভু
কোথায় থাকো তুমি কোন প্রান্তরে
তব দেখা পাবো কি কভু এ জনমে ,
তব লাগি প্রানি কুল সবি
বক্ষ ফাটি করে আহাজারি
তবু দেখা নাহি মিলে কভু
জানিনে আমি তবে কি তুমি
মরিচিকা আলোর ঝলকানি ,
নাকি মোনোরম নির্মম রুপধরা দ্বিচারিণী ।
না কি চলেছি খুজে আজো কি তোমায়
ভুল পথে আমি ?
করেছি নাম গড়েছি ধাম আরো কতো কি
টাকার পাহারে সুয়ে থাকি
শুধু দেখা দিলেনা কভু , দিলেনা ধরা তুমি ।
কোথায় লুকায়ে আছো তুমি
আছো কোন আন্ধারে
তব বিহনে হৃদয় পুরিয়া আংঙ্গার
তায় সাহারার মরু চরাচর
কি রুপে আছো তুমি আছো কোন রঙ্গে বিয়ে।
কোথা গেলে পাবো তোমায় কোন দিগন্তে ?
জানি নেই তুমি কোনো বড়ত্ব-বাহুবলে
মহামানব বলেছিল এ কথা কলিযুগে
বিয়ে আছে সুখ , তার ( শ্রষ্টা ) তরে
হৃদয়ো মন্দিরে আত্তসিদ্ধি বলি দানে।
নাকি মোনোরম নির্মম রুপধরা দ্বিচারিণী ।
না কি চলেছি খুজে আজো কি তোমায়
ভুল পথে আমি ?
করেছি নাম গড়েছি ধাম আরো কতো কি
টাকার পাহারে সুয়ে থাকি
শুধু দেখা দিলেনা কভু , দিলেনা ধরা তুমি ।
কোথায় লুকায়ে আছো তুমি
আছো কোন আন্ধারে
তব বিহনে হৃদয় পুরিয়া আংঙ্গার
তায় সাহারার মরু চরাচর
কি রুপে আছো তুমি আছো কোন রঙ্গে বিয়ে।
কোথা গেলে পাবো তোমায় কোন দিগন্তে ?
জানি নেই তুমি কোনো বড়ত্ব-বাহুবলে
মহামানব বলেছিল এ কথা কলিযুগে
বিয়ে আছে সুখ , তার ( শ্রষ্টা ) তরে
হৃদয়ো মন্দিরে আত্তসিদ্ধি বলি দানে।
অামাদের সুখ অার শান্তির পার্থ্ক্য বুঝতে হবে