জ্ঞান হারা মন - ইউসুফ ইসলাম - bangla new kobita 2018 - ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) - বাংলা নিউ কোবিতা ২০১৮ সাল - bangla kobita - বাংলা কবিতা।
" জ্ঞান হারা মন "
" ইউসুফ ইসলাম "
" ইউসুফ ইসলাম "
যে স্বপ্ন রঙ্গিন ঘুরি দেখি নীলাকাশে , তারি পথ ধরি
এক বার ভেবে দেখিনি যে তায়
কোথাকার জ্বল কোথা গড়ায়
ঘুমন্ত শিশু যেনো কোলে চরে যায়।
আকাশ পানে চেয়ে চেয়ে খাদে পরি পথ চলে ,
দোষা তলে স্রষ্টাকে রেখে
কপাল ঠুকি মিথ্যে প্রলব বোকে।
মৌচাকে মধু রেখে ফেলে মোরা সবে
মল খেয়ে মধু বলি বাজে।
ভ্রান্ত পথে চলে ভ্রান্তির ছলে
চাপা কলে পরে ভাবি মোরা আছি তায় বড় সুখে।
কেবা কাকে বলে, কমল কানন
পায়ে পিসে সবে বক্ষে ধরি রক্তফুল ( আগনিগিরি)।
এক বার ভেবে দেখিনি যে তায়
কোথাকার জ্বল কোথা গড়ায়
ঘুমন্ত শিশু যেনো কোলে চরে যায়।
আকাশ পানে চেয়ে চেয়ে খাদে পরি পথ চলে ,
দোষা তলে স্রষ্টাকে রেখে
কপাল ঠুকি মিথ্যে প্রলব বোকে।
মৌচাকে মধু রেখে ফেলে মোরা সবে
মল খেয়ে মধু বলি বাজে।
ভ্রান্ত পথে চলে ভ্রান্তির ছলে
চাপা কলে পরে ভাবি মোরা আছি তায় বড় সুখে।
কেবা কাকে বলে, কমল কানন
পায়ে পিসে সবে বক্ষে ধরি রক্তফুল ( আগনিগিরি)।
( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )