সত্যের জয় - ইউসুফ ইসলাম - bangla new kobita 2018 - ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) - বাংলা নিউ কোবিতা ২০১৮ সাল - bangla kobita - বাংলা কবিতা।
" সত্যের জয় "
" ইউসুফ ইসলাম "
" ইউসুফ ইসলাম "
আর নয় চাপা কান্না বদ্ধ দুয়ারে বিলাসিতা
একে একে সবে জেগে উঠেছে নতুন সূর্য দেখার এই তো সময়
জয় হবেই হবে নিশ্চয় সত্যের জয়।
জবে থেকে মোরা এলিয়ে রয়েছি অন্তঃপুরে ,
জড়তায় পূরিত হলো সবে রুদ্ধ করিয়া দার
তাহার তরে অবনিপরে আসিল নেমে জামিনির ঘন-সিয়া।
অদ্য মোদের ল-ভ-কপাল দোসে নয়
সীয়ো কর্মেই হেনেছে আঘাত তাহে বিধাতার কী দায় ?
সত্য কাজের মানব যারা , আজ অবনিপরে মোজলুম তারা
আর নয় জড়তা মোজলুম জনতা ,
জেগে উঠেছে সবে শক্ত হাতে লাগাম ধোরে
অমৃতের পানে আসছে সবে তুরিতে ধেয়ে
পরাহত হবে এবার পামর-মেকি আর উদ্ধত জাতি
শুধিবে এবার রিপুনাসে তারা রহিতে আসছে যামিনির ঘন-সিয়া।
সুরঙ্গে সজ্জিত হবে ফের পুনি-অবনি-মানব জাতি
তাহার তরে অবনিপরে মিটিয়ে দেবে ভ্রোষ্টাচারিতা সবি ,
এক পথে একই রথে জেগে উঠেছে সবে
নতুন সূর্য দেখার এই তো সময় জয় হবেই হবে নিশ্চয় সত্যের জয়।