usar oboni - usuf islam - bangla new kobita 2019 - ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )। বাংলা নিউ কোবিতা ২০১৮ সাল। bangla kobita। বাংলা কবিতা।

             

                        " উষার অবনী "
                      " ইউসুফ ইসলাম  "


এমন দিনে সুপ্তাকাশের অমিয়ো ধারা

তব কামনায় আহ্হ প্রেশান সৃষ্টি যাহান ! 

রোদেলা দুপুরে হৃদয়াবেগে চকিত অনুযোগে

নিরঞ্জন তুমি ওগো দয়াময় রাখ এ মিনতি তব পায় 

পুরাও সবে হাবিলাস তব-তোমা-হতে বলেছ তুমি 

হে মোদের প্রতিপালক  বিশ্বাসি আমি অবিনাশী তব বানি।

আজ বারিস বিনা ঊষর ক্ষেতি পত্র বিনা বিটপী আজ মরুর দাশি 

পুষ্প হীনা কমল-কানন , পান্ডুর তাহে মনোহরা ভাঁতি ,

খই ফোটে মরুচরে রোদেলা দুপুরে

সভান চিত্তে একি বাসনা সুপ্তাকাশের অমিয়ো ধারা। 

ঊষার অবনীর নির্দয় ক্ষেতি , পহেলা বারি বর্ষনে

মনোহরা শুভাসে সভান চিত্ত কাড়ি

পল্লব ঘন শোভিত কান্তর বন মনোহরা পায় ফিরি কমল-কানন

বড্ড তেষ্টার ত্রান পায় প্রানিকুলতায় , 

প্রকৃতি পায় ফিরি তার পূর্ণ যৌবন। 

 ওগো রহিম রহমান তুমি কতইনা মহীয়ান 

তব কৃপায়-একটু-দয়ায় দাওনা ঝড়ায়ে অমিয়ো ধারা

প্রান যে আর সহেনা ভূতল ভরি তৃস্নাক্ত সবি 

নির্মল চাহনিতে চাতক পাখির বেসে চেয়ে আছে

আজ তোমার রহমতের আসে দাওনা সবার তৃস্না মিটায়ে 

না হয় বলো কে আছে আর তুমি হীনা মোদের ? 



  ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) 
          
Next Post Previous Post
2 Comments
  • Unknown
    Unknown May 7, 2019 at 1:43 AM

    I love this poem cause it is very unique.

  • Unknown
    Unknown May 7, 2019 at 1:54 AM

    Akhono amader gram banglay cotrer dine rukkho khoray prokiti amon rupey saje

Add Comment
comment url