upodes - usuf islam - bangla new kobita 2018 - ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) - বাংলা নিউ কোবিতা ২০১৮ সাল - বাংলা কবিতা - bangla kobita।

             

                   " উপদেশ "
              " ইউসুফ ইসলাম 



দেখিতে পাইনে কিছু চোক্ষু মোর জ্যোতি হীন নয়

বুঝিতে পারিনে কিছু মগজ তো ডিলে নয়

চলন-কলন-বলন যতই হোকনা গভীর করন

           এযে মোর অগোচর কিছু নয়।

তব এ সময় করিছিনু পার , তাপ প্রতাক্ষ করেছে মোর আখুদয় 

হৃদ-বনে-ফাগুন-জোয়ার , সতত বিরলে মনো হরিষে

গুনগুন করি মন গান গেয়ে চলে , বক্ষ মাঝে সকাল সাঝে

হৃদাকাশে স্বপ্ন সাজায় রংবেরঙ্গে।শোন হে বতসো ,

আধার ঘরে আলো তা সবে কাম্য কী নহে অপ্রত্যাশিত 

মনে রেখ , লুকোচুরি শুধু খেলা ছলে সাজে বাস্তবে নহে ।

দিন থাকিতে জালো রাতের প্রদিপ, সময়ের টানে দিন পরে গেলে 

           আধার রাতে থাকিবে কি করে ?

বালল্য কালের কাজ কী আর বৃদ্ধ কালে সাজে 

থাকতে সময় নাও বুঝে এই জীবনের মানে। 
           
           
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url