তব দারে সবিশেষ মিনতি - ইউসুফ ইসলাম - bangla new kobita 2018 - ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) - বাংলা নিউ কোবিতা ২০১৮ সাল - বাংলা কবিতা - bangla kobita।

         " তব দারে সবিশেষ মিনতি "
                " ইউসুফ ইসলাম "


তব দারে ঘুরে ঘুরে দিসে হারা মন
আজ বড় ক্লান্ত এ মন , চলিতে অক্ষম আর চলিব কতোক্ষন।
এবার বুঝি বিদায়ের ক্ষন এলো ঘনিয়ে
এ মায়ার মহি ছেড়ে কখন যেন জেতে হবে চলে
শেষ বিদায়ের আগে তব দারে সবিশেষ মিনতি আমার
দোহাই তোমায় ইশ্বরের, মুসলিম নারি হও মরনেরি আগে
না হয় মরনের পূর্বে মরিয়া দেখো কষ্ট কাকে বলে ,
                ক্ষমা কর তুমি মোরে।
ক্ষনিকেরি তরে এসেছি সবে এইনা ভবোপুরে সম্বল যোগাতে
তেমনি একদিন যেতে হবে সবি ছারি হবেনা কেহ সাথি
জনম করমের হিসাব দিতে হবে সেই দিন।
কী আর পাইবে মন কর্মর কারখানায়
ভালো মন্দের ফল ভুগিতে হবে জনমের শেষ সিমানায়,
যে যাহাই ভাবিনা কেন এই দুনিয়া থাকার জন্য নহে
জীবন সাথি খোজার আগে খুজে নাও তাকে 
দ্বীনের তরে কিছুটা হলেও যাহার হৃদয় কাঁদে। 
এ পৃথিবীর মায়া জালে জড়াএ নিজেকে , বিলিন হলে তাহার তরে
সেদিন থাকবে না আর উপায়, প্রথম বাধায় পরিবে ধরা
তখন কিবা হবে কেঁদে আফশোসের দার ঠুকে ঠুকে ,
চাইলেই কী আর ফিরে আসা যাবে বৃদ্ধ হতে শিশু কালে।
             ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url