pipilika - usuf islam - bangla new kobita 2017 - ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) .
" পিঁপিঁলিকা "
" ইউসুফ ইসলাম "
" ইউসুফ ইসলাম "
পিঁপিঁলিকা কভু নাহি চলে একা একা
চলার পাথেয়ো থাকে যে আগে চলে সে
পিছনে চলে সবে তারি পথ ধরে,
ছোটো বলে কভু তারা নাহি ছাড়ে ভরসা
অভিজান চালায় মহা পর্বত হিমালয়ে।
শত্রু নাসে কভু তার নাহি কোনো ভয়
শত্রু নাসে কভু তার নাহি কোনো ভয়
স-পথে তারা অটল অবিচল
পর্বত ন্যায় দাড়িয়ে যে রয়
চলে তারা সমুখোপানে সকল বাধা পেরোএ।
নিজেকে নিজে করেনি কভু তারা গৌরব দান
আজো তাই হয়ে আছে মহা গুনি জন ,
দলো রাজা হয়ে কভু নাহি কাজে অনিহা
নিজ-কাজ নিজে করে, ছাড়ে নাহি কভু পরো ভরসায়।
পিল-পিল করে এগিয়ে চলে তারা, থেমে নাহি যায়
এক জনে বহে তাহা দশ জনে হয় ওজনে যাহা ,
নিজ-প্রাসাদ করিতে রক্ষা, প্রস্তুত থাকে তারা সর্বদা
রিপু বিনাশে লড়াই করে থামে নাকো মৃত্যু ভয়ে
স-পথে জীবনাযুদ্ধে জয়ের আসে
থাকে তারা সর্বদা মত্ত হয়ে।
সংকটে থাকে তারা সবে মিলে এক সাথে
বিপদে কাউকে কভু ছেড়ে নাহি আসে একা ,
সবে থাকে এক সাথে একাকারে একটি দলে
ন্যায়ে-অন্যায়ের বিচার করে মহা গুরু জনে
শান্তি বজায় রাখে সারাটি দলের।
( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )