মৃত্যু থেকে বাচার উপায় নাই - ইউসুফ ইসলাম - bangla new golpo 2017 - ( গল্প কথা কাব্য গ্রন্থ ) - বাংলা গল্প - bangla golpo।
" মৃত্যু থেকে বাচার উপায় নাই "
" ইউসুফ ইসলাম "
কেউ কি বলতে পারেন অথবা কারো কি জানা আছে মৃত্যু থেকে বেচে থাকার উপায়। দুনিয়ার
মোহে মত্ত হোয়ে চলেছি ছুটে আলেয়াকে আলো ভেবে । বৃক্ষের ঠায় দারয়ে একটু শীতল হাওয়ায়
ক্লান্তির ভরে মিত্তি কোলে মাথা ঠেকায়ে নিদ্রাইত হলে পিছু ডাকি ফিরে এই দেখো তব তরে সুন্দরী
মমো দাড়ালাম আমি তব লাগি ঐ দেখো পিছু ফিরে তব পথো ধরে আসছে কত শত মনুষ্য
মোর লাগি। প্রতিক্ষিত প্রহর কাটেনাযে তারি তরে প্রথমে যে ছুবে মোরে , উঠে এস ছুয়ে নাও মোরে
এই না বলে ফের মারিল ছুট। এমনিতর করে দিন মাস বছর কাটি যায় মোরিচিকা আলোর
ছলে। আসা নাহি মিটে ভাষা নাহি মিলে কি বলিবে তারে, তবু ছুটি চলি সবে তারি আসে।
একি ! পরিলাম দেখি মৃত্যু গুহাকলে। আহ্হা কি করিলাম সারাটি যনোম ভর। হে প্রভু রাখো এ
মিনতি তব পায় , দাও না এবার ছারি করিব তব উপাসনা ঐ দুনিয়া ভোরি । কান্নার ডল চোখে বহে
জল। লাভ কি তায় মৃত্যুকে যে বরন করিতে হবে তাছাড়া উপায় তো আর নাই। অন্য সবে কিছু
দেখিতে নাহি পারে , নাহি বোঝে কষ্ট-যন্ত্রনা কতটা গভীর হতে পারে , চোখে জ্বল দেখে সবে
একটু দুঃখ প্রকাশ করে ফের ছুটে চলে সেই পথে। ও ভাই মৃত্যু থেকে বেচে থাকার উপায় তো
আর নাই। জাহান্নাম থেকে বেচে থাকার চেষ্টা করে যাই। কঠিন শাস্তি হতে বাচার উপায় আছে
তবে মৃত্যু থেকে বাচার উপায় তো নাই।
( গল্প কথা কাব্য গ্রন্থ )