premanol - usuf islam - bangla new kobita 2017 - ( প্রেমানল কবিতা গুচ্ছ ) - বিরহের কবিতা। বাংলা কবিতা - bangla kobita।
" প্রেমানল "
" ইউসুফ ইসলাম "
ভালবাসা কী, এমনি হয় ?
সৃতি নিয়ে মাঝ পথে থোমকে দারায়।
অস্রুসিক্ত নয়োনে ভাবি বিরলে
ভালবাসা , শুধুই কী কাদায় ?
ভালবেসে পায় যে সবে চাঁদনী পশর রাত
বিনা মেঘেই আবার কারো হয়রে বজ্রপাত
হায়রে ভালবাসা তুই যে বড়ই সর্বনাষা।
ভাবনাকাশে হৃদয়াবেগে রঙ্গিন সুতায়
স্বপ্ন বুনি কত না যতনে, নিরবে গোপনে,
আজ তুমি হীনা ভাবতেই এ কথা
কান্নায় বুক ভাসে, চোখ ভরে জ্বল আসে
মানতে পারি না কিছুতেই।
ভাবিনিত কখনো এমন হবে
পাবনা তোমায় এ জীবনে
ভুলে যাবে সব কিছু এতটা সহজেই ,
চলে যাবে আমাকে শুন্য করে
ব্যথার পাহাড় দিলে এ বুকে চাপিয়ে
জানি না আছ তুমি আজ কতটা সুখে।
তবু ভালো থেকো সুখে থেকো করি কামনা ,
যদি কভু হারিয়ে যায় সুখের ঠিকানা
ব্যথার পাহাড় বুকে রেখোনা জমা,
থাকব সদা তোমারি প্রতিক্ষায়
ভুলে, পুরণো কথা আসো যদি ফিরে
ভালবেসে গড়ব সুখেরো বাসা।
ও বিধাতারে কভু যেন এ দিন ফিরে না আসে
তার চোখে জ্বল দেখে সইব কেমনে।
( প্রেমানল কবিতা গুচ্ছ )