তোমার জন্য এ লেখা - ইউসুফ ইসলাম - bangla new golpo 2017 - ( গল্প কথা কাব্য গ্রন্থ ) - বাংলা গল্প - bangla golpo।

                       " তোমার জন্য এ লেখা "
                          " ইউসুফ ইসলাম " 

প্রিয়োতমেসু ,
                  লিপিকার প্রারম্ভই সালাম নিয়ো মোর,  আল্লাহুর অশেষ রহমত ও বরকত বর্ষিত হোক তোমার উপর। জানি না আমি,  কী ভাবে সম্মধন করবে তুমি, হয় তো ঘৃণার পাহাড় চাপিয়ে দেবে না কী অন্য কিছু। তব সম্মতি হীনা প্রিয়তমা বলায় ক্ষমা কর মোরে। কী করব, তব-সম্মুখে হৃদয়ো কথা আবেগাপুলুদ্ধ ভাবে প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছি অনেক আগেই। এত দিনে আমার ব্যাপারে সবটাই জানা হয়েছে, হয় তো তোমার। সেটাই ছিল আমার জীবনের সব চেয়ে বড় ভুল। এ ভুলটাই প্রতিনিয়োত তাড়িয়ে বেরাচ্ছিল আমায়, কুরে কুরে খাচ্ছিল হৃদয়টাকে। তখন জীবনটা প্রায় নিস্তেজ, পথি মধ্যে এলে তুমি দিলে দেখা বন্ধু হয়ে , সেখালে গড়তে তুমি ভাঙ্গা মন। নতুন করে স্বপ্ন বুনতে হৃদয়াকাশে। অবশেষে বুঝলাম ভালো লাগা আর ভালবাসা কাকে বলে। এখন এতটুকুই শুধু বলতে পারি, যাকে আমি মনে প্রানে চেয়েছি সে তো সে নয়, গিয়ে ছিলাম ভুল ঠিকানায়। মনের মাধুরী মিশাএ হৃদ-মাজারে একে ছিলাম যাহারে সজতনে। যাকে রেখে ছিলাম নয়নো গভীরে , যাকে নিয়ে স্বপ্ন সাজাএ জীবন চলার পাথেয়ো ভেবে ছিলাম সে আর কেউ নয় হয় তো তুমি। শুধুই তুমি যাকে আমি ভালবাসি। আর কতটা ভালবাসি তা প্রকাশ করার মতো কোনো ভাষা জানা নেই আমার। কোনো প্রমানো দিতে পারবনা আমি। হয় তো এ লেখা গুলো পড়তে ভালো লাগবেনা তোমার , ঘৃনায় মুখ ফিরিয়ে নিবে আমা-হতে। তবুও , কিছু না বলা কথা লিখলাম তোমায় , পারলে ক্ষমা করে দিও আমায়। 

                   ইতি , 

                            মন ভিঙ্গা আহত পাখি। 

                 ( গল্প কথা কাব্য গ্রন্থ ) 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url