নিঃস্বংগোতা - ইউসুফ ইসলাম - bangla new kobita 2017 - ( প্রেমানল কবিতা গুচ্ছ ) - বাংলা কবিতা - প্রেম বিরহের কবিতা - bangla kobita।
" নিঃস্বংগোতা "
"ইউসুফ ইসলাম "
প্রতিটি নিঝুম রাতে হৃদয়ো গভীরে
ঝড়ো হাওয়া করে তোলপাড়
তা সবে তব হৃদয়ো দারে লহেনি করাঘাত ,
দুচোখ ভোরে আসে জ্বলো ধারা
তা যায় কী ধরা। কখনো হৃদয় কহে
অদ্য তমি নেই মোর সাথে
কি হয়েছে তাতে ফের বলিয়া হৃদয়
ছেড়ো না তাহার সাথ।
অঝোর ধারায় ঝোরে পরে লোনা জ্বলো রাশি,
হেথায় যেন বিনা মেঘেই শ্রাবণ ঘটায়।
তা সবে ভাবিয়ে মন কহে
মরন কেন আসে না কো মোর দ্বারে
পথ পানে চেয়ে, হেথায় কেদে মরি আঁখি জ্বলে
তবু মিসে আছি তব সহিত ভীন্ন রাখিয় মোরে
শুধু বারেক ভাবিয়া কহো তুমি না আমি।
কখনো তব সহিত দেখা হবে কি না নহে জানি।
শুধু এটুকু জানি কভু ভুলিব না তব সৃতি ,
যেনে নিয়ো তুমি খুজে নেব তোমায়
সে যে প্রগাঢ় ইচ্ছে আমার
হয় তো এক দিন পাব তোমায় এ যে বড় স্বপ্ন আমার।
( প্রেমানল কবিতা গুচ্ছ )