diner sopot - usuf islam - bangla new kobita 2017 - ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) - বাংলা কবিতা - bangla kobita
" দ্বীনের শপথ "
" ইউসুুফ ইসলাম "
" ইউসুুফ ইসলাম "
আকাশ থম থমো মেঘে পরেছে ডাকা
আসিতেছে ঝড় ভাসিতেছে তরি
ফুলিতেছে জ্বল কে ধরিবে হাল?
এই তো বিকেল পেরুলেই সন্ধ্যা বাদে আসবে অমানিশা।
নোঙ্গর তুলিয়া বলে না কেহ ভয়ে কেন থর থরো
নোঙ্গর তুলিয়া বলে না কেহ ভয়ে কেন থর থরো
মাঝি আমি দেব পারি ঝড়কে করিয়া জয়
আছেন তিনি মোদের সহায়।
ছোটা ছুটি করে কেহ , কেহ নাজেহাল
শুধু বলে না কেহ রাখিব অক্ষত
ভেসে জেতে দেব না কো তরি।
আজ শপোদ নিলাম বুকে রেখে হাত
মানিবনা কভু মোরা মৃত্যুকে হার
বাঁচাতে তরি মরিতে হয় যদি করিব না দিধা
প্রভুর মনোনিতো রাহে চলিব মোরা।
( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )