Bangla kobita 2021 - bedonar shes rong - usuf islam - sopno lekha kabbo grontho.
" বেদনার শেষ রং "
" ইউসুফ ইসলাম "
কতোদিন দেখিনা তারে , এ-বিয়োগ ব্যথা বুকে নাহি ধরে।
এতোকাল ধরি খুজি ফিরি যারে স্বপ্নেদেখা সেই স্বপ্ন-রমণী
জাগরণ-কালে তব বিয়োগ ব্যথা ভুলিতে না পারি
অথচ তুমি আসো নাকো , কতোদিন ধরি মিথ্যে স্বপন বহি...!
আদো কি পাবো তব দেখা এ-জাগরণ কালে বাস্তবতায়
না জানি আজিও আছ কোথা রহিয়াছো কত দুরে....
অনরবর না পেয়েই ভাবি পেয়েছি তোমারে
তবুও যে আছো মিশে মোর অন্দর হতে অন্দরে।
কতোদিন দেখিনা তোমারে শূন্য সজ্জা মিথ্যে স্বপ্নে
আদো জানিনে এ-অপূর্ণতা কায়ানলের কবে কোথা হবে শেষ.....!
আর যে সহিতে না পারি এ-জালা
তবো-বিহন-বিয়োগ-ব্যথা-পূরিত-আপন-হিয়া।
অবশেষে বিশেষ ভুল ভাঙ্গিল আমার
বেদনার রং শুধুই নীলের মাঝে পরিয়াপ্ত নয়
বেদনাহত ব্যথা-ব্যথায় পূরিত একাকার হীতে
বড্ড পীড়াদয় আধার কায়াতলে।
তবুও এই আশাতে রইনু-পরি অপূর্ণতার কায়ানল সঙ্গী করি
ঘুমের দেশেও নিয়ে যন্ত্রণা, শুধু স্বপ্নযোগে নয়
আল্লাহ্ চাহিলে একদিন না একদিন পাবো তোমায়.....!
তুমি আসবে কাছে আপন হয়ে আপনা বেশে
কোনো স্বপ্নজোগে নয়,বাস্তবতার সাথে।
তুমি আসবে আমার হয়ে স্বপ্ন-রমণী-কায়া-তলে
সেই মূহুর্তের কথা ভেবে কষ্টদয় পীড়া সহনীয় হয়ে যায়
আর মনের অজান্তেই মনে শুরু হয় জমিতে অকল্পনীয় অগাধ ভালোবাসা
স্নেহ-মায়া যা শুধু তব তরেই পুঞ্জিভূত হতে রয়
তবে কিছু মান-অভিমান ও আছে বটে।
সেই প্রথম বার তোমার মুখ দেখিনি বলে
তৎপর হতে প্রতিবার মুখ আড়াল করেই
আসিলে কাছে
জান-তো ভীষন কষ্ট হয় ভীষন....!
তুমি কি কষ্ট পাও....? নাকি পাও না.....?
আর কেমন করেই বা জানাব বলো তুমি কি বলতে পারো...?
তুমি যে শুধু স্বপ্নের মাঝেই আসো জাগরণ কালে তো নহে নহে বাস্তবতায়.....!
আদো কি বাস্তবে তুমি আছো না কি নাই..?
আমার তো অজানা এ কথা শুধু শ্রেষ্টাই জানে।
তবে আদো তোমায় খুঁজি-খুঁজে-চলছি.......।
আর তোমায় খুঁজি আমি তোমায় মতো করে
অন্দর হতে অন্দর রূপমহনাতে, কোনো রূপ-চাকচিক্যে নয়।
এ-পথে চলতে চলতে হোঁচট লেগে কতোবার আচড়ে পরে আহত হয়েছিনু
কতো না অযাচিত আঁচড়িতে ব্যথা-ব্যথায়
তিব্রতর বেদনায় নীলে-নীল তৎপর কালো বা আধার কায়ায়.....!
এত দিনে তব সনে কোনো মিল কাহারো পাইনে খুঁজি
তবে একজনার সনে বেশ মিল খুজে পেয়েছিনু
কিন্তু সেওতো তুমি নও,সে যে অন্য কেহ
তাইতো সে অন্যের সাথে মিশে গেছে
তাকে কভু দেখিতে চাইনি এর হেতু তোমাকেই তো দেখিনি কভু
আর তুমিই যদি সেই মেয়ে হতে তবে
আল্লাহ চাহিলে তুমি আমারি হতে
আর একথাই মনে মোর সায় দেয়
আল্লাহ চাহিলে যে মোর রমণী হবে
হবে সেই তো তবে মোর স্বপ্ন রমণী
আর এটাই মোর দৃঢ় বিশ্বাস।
আর তাকেই আমি আদো চলছি খুঁজে
এ-পথ চলা কবে কোথা শেষ হবে.....?
এভাবে আর কত-দিন...?
আর কতবার হাসির পাত্র হতে হবে অন্যের দ্বারে.....?
আর কত দ্বার ঠুকরে কাঁদিতে হবে....?
আর কতদিন অশ্রুজ্বল আড়াল করতে গিয়ে বৃষ্টিতে ভিজতে হবে....?
আর কত মূহুর্ত এমন করি কাটাতে হবে....?
ঝড়ে আহৎ ডানাভাঙা একাকী সঙ্গী হারা পাখির মতো.!
বুঝেছি আজ বেদনার রং যে শুধু নীলের মঝেএ শেষ নয়
কালো বা আধার কায়ায় আছে বিয়েএ।
হে আল্লাহ্ আর কবে দিবে এ-পথের রথ , এসবের আবসান..?
আমাকে তুমি ধর্য দাও ধর্য দাও সহনশীল করে দাও হে রহিম রহমান....।
(______স্বপ্ন লেখা পদ্যকাব্য গ্রন্থ______)