nity kotha - usuf islam - bangla nity bakko
তোমার পিছনে সর্বদা লোক থাকবে
তাদের মধ্যে অধিকাংশ তোমায় পিছনেই থামাতে চাইবে
আর, কিছু লোক তোমাকে সামনে আগাতে উৎসাহ দিবে সামনে আগাতে
তবে, তোমার কাজ তোমাকেই করতে হবে বিচার বুদ্ধি দিয়ে
সামনে আগাতেই হবে সকল গইরি পথ মাড়িয়ে