Bangla kobita 2019 - ocena bondhu - usuf iislam - bangla new kobita 2019 - বাংলা নিউ কবিতা - অচেনা বন্ধু ২০১৯ সাল.
" অচেনা বন্ধু "
" ইউসুফ ইসলাম "
" ইউসুফ ইসলাম "
কে গো তুমি কোথা হতে এলে বন্ধু বেসে
অজানা অচেনা গাঁয়ে-জ্যন্ত-মৃত জীর্ণ হৃদয়ে
আশার ভরষা দিলে, দিলে সঙ্গো সঙ্গী হীনা একাকি জীবনে।
তবুও রাখিলে লুকায়ে নিজেকেই নিজে
সরল মানুষেরা বুঝি এমনই বটে
বহু আকুতি মিনতি করে জানিতে চেয়েছিনু তোমায়
তাও বলিলে না কিছু তুমি রহিলে শুধু অন্তরালেই খুসি,
তারি তরে কেমনে তোমায় পুজিব-ভুজিব আমি
আজো দেখিনি তো তব মুখ খানি দেখিনি তো হাসি।
কল্পনা জ্বল্পনায় শতো রঙ্গের আলপনায়
বন্ধু তোমায় ধরেছি তুলে সজতনে মনোমন্দিরে।
নদীর কুল ভাঙ্গে খুরধারা জ্বলোস্রোতে ঢেউয়ের তালেতালে
সবি যায় মিলিয়ে রংবেরঙ্গে একাকারে মিসে
আজো তোমায় দেখিনি বলে।
( স্বপ্ন লেখা পদ্যকাব্য গ্রন্থ )