অপরূপ তুমি - ইউসুফ ইসলাম - Bangla kobita 2019 - oporup tumi - usuf islam - bangla new kobita 2019 - ( স্বপ্ন লেখা কাব্য গ্রন্থ ) - বাংলা নিউ কবিতা - অপরূপ তুমি ২০১৯ সাল.
আহ্ ! কি যে মায়াবী চাহনি যেন হরিণের আখি
দেখে শুধু ভাবি হোতাম যদি চাতক পাখি
মন ভরি দেখিতাম আমি দিঘলো রজনী
আপলুত হয়ে শুধুই ভাবিতে থাকি
তোমার সেই লাজুক হাসি, কি যে অপরূপ তুমি
উশ্ন শীশীরে ভেজা ফুলের পাপড়ি
যেন তোমার ঐ ঠোট দুটি, কাজল কালো আখি
ভাবিয়া হইনু বিমুগ্ধ আমি কতই না সুুুন্দর তুুুমি
ঐ জ্যোৎস্না ঝরা চাঁদ যেন তোমার মুখ খানি
শুধুই তুমি, মোর দ্বারে এক পরমাসুন্দরী ( জান্নাতি হুর )
শ্রীজিলো বুুুঝি প্রভু তোমায় পৃথিবীর সব রূপ ধরি
মোর দৃষ্টি নন্দিত করি, তোমারে আমার লাগি
তারি তরে প্রভুর দ্বারে শতো শুকরিয়া।
হয়তো হতেও পারো অন্যের দ্বরে তুমি যেমন তেমন অতিসাধারণ
কিন্তু তুমি মোর দ্বারে শ্রষ্টার অমূল্য দান
শতো প্রার্থিত ধন দ্বীনের রঙ্গে রাঙ্গিন তমি
তুমিই মোর শুন্য সজ্জা-মিথ্যে স্বপনের সেই রমনী পরমাসুন্দরী।
( স্বপ্ন লেখা পদ্যকাব্য গ্রন্থ )