ভালবাসি শুধু তোমায় - ইউসুফ ইসলাম - bangla new kobita 2017 - ( প্রেমানল কবিতা গুচ্ছ )। বাংলা কবিতা। bangla kobita । valobasar kobita। প্রেমের কবিতা।
ভালবাসি তোমায় প্রতিটি ভোরের শীসিরের উসনতায়
ভালবাসি তোমায় আকাশের উদারতায়
ভালবাসি তোমায় সাগরের গোহীনতায়
ভালবাসি তোমায় কাংক্ষিত কিছু হারানোর পরক্ষনে খুজে পাওয়ায়।
ভালবাসি তোমায় কমল-কাননের সুরোভী সৌরভে
ভালবাসি তোমায় গোধুলি ছড়ানো প্রকৃতির উদারতায়
ভালবাসি তোমায় পাখি ডাকা ভোরে মিষ্টি রোদের স্নিগ্ধতায়।
ভালবাসি তোমায় চাঁদনি পশোর রাতের জ্যোৎস্নার মুগ্ধতায়
ভালবাসি তোমায় একাকিত্যের নিসংগতায়
ভালবাসি তোমায় বুক ভরা অভিমানের ব্যকুলতায়।
ভালবাসি তোমায় প্রখর রোদের তিব্রতায়
ভালবাসি তোমায় সকল চাওয়া পাওয়ায়
ভালবাসি শুধু তোমায়।
( প্রেমানল কবিতা গুচ্ছ )