ভালবাসা এমনি - ইউসুফ ইসলাম - bangla new kobita 2018 - ( প্রেমানল কবিতা গুচ্ছ ) - বাংলা নিউ কোবিতা ২০১৮ সাল - বাংলা কবিতা - bangla kobita - ভালবাসার কবিতা - প্রেমের কবিতা।
" ভালবাসা এমনি "
" ইউসুফ ইসলাম "
জানিনে আমি কি ভুল ছিল ভালবাসায়,
কোনসে কারনে করলে এতো প্রবনচনা ?
আঘাতের পর আঘাত করলে তুমি, দিলে শত দুঃখ ব্যথা।
বিনিময় পারলে কি মুছে দিতে সৃতি গুলো কে,
দুঃখ ব্যথায় কমেনা কভু ভালবাসা,
জানো কি তুমি অভীমানের তরে ভালবাসা শুধুই বাড়ে।
শুধু যেনে রেখ আজ দেরি নয় খুব বেসি সে দিনের
তব হৃদয়ে কাটবে দাগ , পড়বে মনে বড় বেশি আমাকে
খুজবে সে দিন আখি জ্বলে নিরবে গোপনে।
পাবে কী কোথাও খুজে ? বেলা শেষে,
হারিয়ে যাব দুর থেকেও বহু দুরে, কভু আসব না ফিরে
আখি জ্বলে বুক ভাসিয়ে বুঝবে সেদিন ভালবাসা কাকে বলে।