তুমি নেই সেই তুমি - ইউসুফ ইসলাম - bangla new kobita 2017 - ( প্রেমানল কবিতা গুচ্ছ ) - বাংলা নিউ কোবিতা ২০১৭ সাল - bangla kobita - বিরহের কবিতা।

            " তুমি নেই সেই তুমি "
             " ইউসুফ ইসলাম "


আজকে আমি যেমন আছি, আগেও ছিলাম তেমন

থাকব আমি আগামি কাল আগেরি মতোন।

শুধু বদলে গেছো তুমি তোমার বদলে গেছে মন 

নেই যে এখন এই তুমি সেই আগেরি মতোন। 

এখনো সেই জ্যোৎস্নার আলোয় ভিজি আমি একা 

আর ভাবি বিরলে এমনো রাতে বসে ছিলে পাসে

জ্যোৎস্না ছোয়া মাঝ উঠনে শুধু দুজনে।

হয় তো এখন আছ তুমি স্বপ্নে বিভোর অনন্যের হাত ধরে

এখনো তব অপেক্ষায় রয়েছে হৃদয় 

পালটে গেলো শুধু তোমর হৃদয়

তবুও আজো সেই পথোপনে চেয়ে থাকি তব আসে

আখি জ্বলে বুক ভাসে দিবানিশি  

আনন্দে মাতোয়ারা হয়ে রয়েছ তুমি।  

           ( প্রেমানল কবিতা গুচ্ছ  )

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url