বিবেগের দরজায় করাঘাত - ইউসুফ ইসলাম - bangla new kobita 2018 - ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) - bangla kobita - বাংলা কবিতা।
" বিবেগের দরজায় করাঘাত "
" ইউসুফ ইসলাম "
মনে মনে ভাবি আমি করব বারি
গড়ব গাড়ি কাটাব দিন সুখে
তুলে দিয়েছি প্রিয় জনের হাতে হামারি জীবন গাড়ি
হয়েছে নাম গড়েছি ধাম বাকি আর কী ?
শুধু এক বার ভাবিনি তো চোখ বুজে
কী করেছি কী গড়েছি কী যাবে মোর সাথে।
আধার কালোয় লুটাব যখন, হবে না কেহ সাথি
দিতে হবে পারি ধারালো তরবারি কী করিব তখন ?
সবিশেষ দিবসে তামার জমিনে , সূর্য
থাকিবে মাথার উপরে , তখন গলিয়া মগজ
পরিবে টপকাএ কী করিব তখন ?
নিজ হাতে মালিক সে দিন খাওয়াইয়া খানা
দান করিবে বেহেস্তো খানা
লাভ কী হবে সেদিন আফশোষ করিয়া ?
( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )