amar poth - usuf islam - bangla new kobita 2017 - ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) - বাংলা কবিতা - bangla kobita.
"আমার পথ "
"ইউসুফ ইসলাম "
"ইউসুফ ইসলাম "
আমি যাব এগিয়ে যাব
আমার পথে আমি চলব
প্রকৃতির সাথে দুলব
রুখে দারাব প্রতিবাদের রুদ্ধ দারে |
আমি যাব আমার পথে
মানিবনা কোনো বাধা
আসে যদি বাধার প্রাচীর বৈশাখি ঝড়
তবু ফিরিবোনা পিছু কভু মানিবনা হার
আমার পথে আমি চলব
ন্যায়ের পথে জীবন দেব ,
পিছু পাঁ হব না কভু মৃত্যু ভয়ে
এগিয়ে যাব সমুখোপথোপানে
সঙ্গো দেবনা কোনো ভ্রান্ত পথে |
আমি যাব এগিয়ে যাব
সকল বাধা পেরয়েএ।
আছে যত যামিনীর ঘনোসিয়া
আনবো কাটিয়ে সোনা রোদে মাখা
ঊষার আলো, অবনীর পরে |
মুছে দেবো ঘুচিয়ে দেবো আছে যত
দুঃখিনি মায়ের দুঃখের ছায়া ,
ভেঙে দেবো খুলে দেবো আছে যত
প্রতিবাদের রুদ্ধ দ্বারে তালা
ফিরিয়ে দেবো দিন মুজুরের এক মুঠো সম্বল |
আমি চলব আমার পথে যে যাই বলে বলুক ,
শুনবোনা কারো কথা মানিবনা কোনো বাধা ।
আমার পথে আমি চলব
প্রকৃতির সাথে দুলব
রুখে দারাব প্রতিবাদের রুদ্ধ দারে |
আমি যাব আমার পথে
মানিবনা কোনো বাধা
আসে যদি বাধার প্রাচীর বৈশাখি ঝড়
তবু ফিরিবোনা পিছু কভু মানিবনা হার
আমার পথে আমি চলব
ন্যায়ের পথে জীবন দেব ,
পিছু পাঁ হব না কভু মৃত্যু ভয়ে
এগিয়ে যাব সমুখোপথোপানে
সঙ্গো দেবনা কোনো ভ্রান্ত পথে |
আমি যাব এগিয়ে যাব
সকল বাধা পেরয়েএ।
আছে যত যামিনীর ঘনোসিয়া
আনবো কাটিয়ে সোনা রোদে মাখা
ঊষার আলো, অবনীর পরে |
মুছে দেবো ঘুচিয়ে দেবো আছে যত
দুঃখিনি মায়ের দুঃখের ছায়া ,
ভেঙে দেবো খুলে দেবো আছে যত
প্রতিবাদের রুদ্ধ দ্বারে তালা
ফিরিয়ে দেবো দিন মুজুরের এক মুঠো সম্বল |
আমি চলব আমার পথে যে যাই বলে বলুক ,
শুনবোনা কারো কথা মানিবনা কোনো বাধা ।
( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )