khule dao dar - usuf islam - bangla new kobita 2018 - ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ ) - বাংলা নিউ কবিতা - খুলে দাও দ্বার ২০১৮ সাল ।

                   

                      " খুলে দাও দ্বার "
                     " ইউসুফ ইসলাম  " 


খুলে দাও তোমার বদ্ধ দুয়ার
                     কেটে যাবে অমাবস্যার অন্ধকার
ফিরে পাবে আলোয় ভরা ঐ সকাল
                       অতঃপর ভয় কি তোমার
খুলে দাও সব বদ্ধ দুয়ার ,
                       বেলা গড়ালে আর আসে না ফিরে
তায় গড়াসনে বেলা আর হ্যালায়।
                      সত্য এ সরল পথে সহসা পাবেনা অভয়
চলন কালে থাকবেনা  পাশে কেহ
                     সদা করিতে কোনো ভালো কাজ।
কতেক সম্মুখে তোমায় দেবে অভয় ,
                   পরোক্ষভাবে রুখে দাড়াবে পথ
তব তরে শুধু পাতিবে ফাদ
                     হীতে ভীতস্থ হবার নেই কোনো  ধাপ
এ পথেই নিহিত আছে সোনালি প্রভাত ।
                    অতিসত্বর এপথে বহিতে হবে হয়তো
শীমা হীন কষ্ট নিদারুণ যন্ত্রণা 
                    তবে তোমার জন্য আগামি প্রজন্ম
ফিরে পাবে এক সুস্থ  সমাজ
                     হয়তো সেদিন থাকবেনা পৃথিবীতে
 তবে রবে তুমি মানবের মনের কুঠিরে।
                   কারো অপেক্ষাতে থেকো না পরে
বদ্ধ দুয়ারে শীথিল হয়ে
                   তুমি হতে তোমা-দারা তুমিই পহেলা শুরু কর 
যেনে রেখো শুধু কোনো এক দিন
                 এ পথের তুমিই হবে চলার পাথেয়ো ।
                    
                     
                    
            ( সংকটময় দ্বীন কাব্য গ্রন্থ )       
                 
               
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url