ফিরে আসবে তুমি - ইউসুফ ইসলাম - bangla new kobita 2017 - ( প্রেমানল কবিতা গুচ্ছ ) - ভালবাসার কবিতা - বাংলা নতুন কবিতা - valo basar kobita - bangla kobita - প্রেমের কবিতা।
" ফিরে আসবে তুমি "
" ইউসুফ ইসলাম "
ফিরে আসবে তুমি, ভালবাসবে আমায়,
সেই ভাবনায় কেটে যায় দিবানিশি।
ভাবিনিত কখনো এমন হবে ,
ছেড়ে যাবে তুমি শুন্য কুলে।
ভেসে যাব সুদুরে ফেলে দেয়া পুজোর
ফুলেরি মতো,তবু মন বাধে বাসা
নিরাশার আকাশে আজো মন বাসা বাধে।
বিরহের বাসি বাজে দিবানিশি
থামে না যে সে কোনো একটি ক্ষনে,
কুল হীন ভাবনায় ঢুবে থাকে মন
কি করে পারলে বলো করতে এমন ,
তবু মন তোমাকে আজো খুজে শুধু এইটুকু ভেবে।
ফিরে আসবে তুমি ভালবাসে মোরে।
( প্রেমানল কবিতা গুচ্ছ )