Bangla kobita 2020 - ওঠরে এবার জাগি - otre abr jagi - usuf islam - bangla new kobita 2020 - songkotmoy din kabbo grontho - ওঠরে এবার জাগি।


Bangla kobita 2020 - উঠরে এবার জাগি

                  " ওঠরে এবার জাগি "
                     " ইউসুফ ইসলাম "

  আজ ফের এসেছে শান্তির ডাক হাকিতেছে ভবিষ্যৎ
  ওরে কোথায় তোরা রইলি লুকাএ সব
  ওরে নাই কি রে কেউ দ্বীনের সেবক সত্য শাধক ?  দেখরে চাহি দেখ!
  কাঁদিতাছে নিখিল বিশ্ব কাঁদিতেছে ইনসান
  কাঁদে দিগন্তের প্রান্ত ছোঁয়া বিশ্বমায়ের বিশ্ব আঁচল
  কাঁদে ভু-তল কাঁদে মহাকাল
  কাঁদিতে-কাঁদিতে শুকাএ এলো মেঘোমালার জ্বল
  এতো কান্না এতো আহজারি এতো জাতোনা
  কোন্ সে ভুলের ফল। আজিও কি ফিরলো না তোর বিবেগ-চেতন ?
  পুথির মালা হাতে লয়ে ঘাপটি মেরে রইলি পরে ঝুটার পায়ে শীর লুটাএ
  কোন্ সে আশে ? যা ভাবলিরে তুই এযে নয়রে তাহা
  তা-সবি দ্বীনে-হানিফ গ্রাসের ছল ,
  ওরে মূর্খ ওরে জড়ো কিছুই কি বুঝিসনে তোরা ?
  রাতের গভীরতাই হলো প্রভাতের আহবান।
  সুনিসনে কালা, দিন-কানা কিছুই কি পরেনা চোখে
  হক্যে না হক করে পাঁয়ের তলায় মাড়ায়, সত্যকে হায় হত্যা করে
  অত্যাচারী অসুর রাজের দল, পাপের রাজ্য করতে বহাল
  পিচাস মারার ছলের কলে মারছে তোদের সত্য-সাধক-ন্যায়-নিতিকে !
  কবেই রাঙ্গিয়াছে ভীম-রণ-ভূমে অত্যাচারের খরোপকৃপাম !
  তবুও রইলি পরে সেই আসাতেই ?
  আসবে কবে সেই রণবী হস্তে ধরি পাবক-শীখা
  হাকিবে সে কবে এক হও সবে  গাহি সত্যের জয়ো গান,
  অসত্য-নাশে-ঝুট-শাসনরে করতে শাসন
  উদ্ধত জাতি, ভ্রষ্টাচারি কেহই পাবে না পার।
  আর ঐ আকালেই রইলি পরে বিকল করে বিবেগ-চেতন সত্য-কেতন
  তবে এমন করেই যুগের পরে যুগ পেরবে কালের পরে কাল
  তাও পাবিনে ক পার, আরও আছে দুঃখ সওয়া এযে, সীয়ো-কর্ম-তরে ফল।
  কে ধরিবে হাল সীয়ো কর্ম ফেলে নিদ্রায় গেলে মাঝিমাল্লার দল?
  নিজের বিপদ নিজেই যদি ডাকি লই বারবার ক-দিনিই বা হব উদ্ধার?
  আজিও অন্যায়-অনাচার দেখি চুপ থাকি সহ করি সিথিল হয়ে রহিনু পরি
  বিবেগ-চেতন-সত্য-কেতন-ভুলি নিচু করি চির উন্নত উচ্চ শীর
  ত-জন্যে আজ পান্ডুর তায় মনোহরা জাতি।
  আর কতো কাল মরবি পরে ঝুটার পাঁয়ে পিষ্ট হয়ে
  ওরে আয় ছুটে আয় সুপ্তি ছাড়ি করে কর্মে ঈক্ষণ দেরে!
  রাত পোহাএ আসবে প্রভাত  ওমনি করে?
  আর কতো কাল রইবিরে তুই এই মিথ্যে-ভ্রমে?
  অপকর্মের সয়লাভ আজ দেখরে চেয়ে ভুৃলোক-গোলোক ভেদি
  ওঠরে এবার জাগি। 


         ( সংকটময় দ্বীন কাব্যগ্রন্থ )
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url