sopner kotha - usuf islam - Bangla new kobita 2019.



                             " স্বপ্নের কথা " 
                           " ইউসুফ ইসলাম "
                 
মনে মনে ভাবি যারে দেখা হলো তাহার সনে 
হাটের ভীরে দোকানের পাশে দাড়িয়ে ছিল সে
ফুল ভীজানোর সমে জ্বল ছিটিল তাহার গায়
কিছু বলিলোনা সে, রইল দাড়িয়ে একটু সরে। 
কোথা থেকে একটি আওয়াজ, আসিল ভেষে
           কোথা হতে কোথা ভীরের মাঝে কেবা খুজে
করিলে পঁরশ এই ক্ষনিকের মাঝে
               ভালবাসে যে যাকে।  
হাটতেছিনু ঐ পথটি ধরে       
                ছোট ভাগিনা ছিল মোর সনে
হাত ধরিয়া তাহার চেয়েছিনু চলিতে সামনে, 
                সেই মেয়েটি দৌরে এসে
হামারি হাতে পঁরশ করে 
               লোক দেখানো শিশুকে ধরে
সেই কথাটি শুনে,
             ভালবাসা মিলে যাবে তাহাকে ছুলে। 
বহু দিন বাদে সে হাটের মাঝে
             চোখে চোখ পরল অজানাতেই 
চলিতে ছিনু সেই পথটি ধরে
           গাড়িতে বসেছিল সে
মৃদু হাসির ঝলোকে উকি মেরে তাকাল হামারি দিকে। 
              তবে এই কি সেই রমনী ?
লোক দেখানো শিশুকে ধরে 
                 ছুঁয়েছিল হাত স্বপ্নের মাঝে। 
        
      ( স্বপ্ন লেখা পদ্যকাব্য গ্রন্থ )
             
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url