ভাঙ্গা মন - ইউসুফ ইসলাম - bangla new kobita 2017 - ( প্রেমানল কবিতা গুচ্ছ ) - বাংলা কবিতা - bangla kobita - বিরহের কবিতা।
" ভাঙ্গা মন "
" ইউসুফ ইসলাম "
দোস দেব কারে, মনের সাথে মানুষিক সংঘাতে
এখন তো আর পারিনা দুঃখ পুসে হাবু-ঢুবু খেতে
চোখের জ্বলে। হায়রে ভালবাসা স্বপ্নের আশা
সেই ভালবাসার তরে যদি ফিলিতে হয় দীর্ঘ শ্বাস
পৃথিবীতে কী বা থাকে জীবনের আশ্বাস।
নিশ্যসো বলে আজ ভালবেসে কেদে যাই
শুধু বলতে পারিনি আজো তাকে যেই ভয়ে
সেই ভয় কাল হয়ে দাড়াল আমার সম্মুখে
মনের মাঝে হয়েছে তারি তরে ক্ষত বিক্ষত।
যখনি ভাবি কভু ভালবাসনি আমাকে তুমি
তারি তরে অঝোর ধারায় ঝরে চোখের পানি।
কোনো দিন ছিলাম হয় তো তোমার একটু আপন
খেলে ছিলে তাই বুঝি ছেলে খেলা পুতুলের মত
এলে তাই নিলেনা খবর ,
ভুলে গেলে ফেলে দেয়া পুতুলের মত।
আজো আছি তব প্রতিক্ষয় হয় হয়তো এক দিন
ফিরে আসবে তুমি পূরণো ভেলায়।
আলেয়াকে আলো ভেবে চলেছ ছুটে বুঝি তারি হাত ধরে ,
ভুল ভাঙ্গবে যখন, দেখবে চেয়ে সে যে মরিচিকার ছল
সেদিন খুজবে আমায়, বুঝবে ছিলাম আমি কতটা আপন।
( প্রমানল কবিতা গুচ্ছ )